ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৭:১৬ পিএম

শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার

ছবি- বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের সেকশন থেকে এক যুবকের লাশ উদ্বার করা হয়েছে। ৭ জুলাই 
সোমবার উপজেলার কাকিয়াছড়া চা বাগানের ১ নম্বর সেকশনে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  বাগানের পাহারাদার লাশটি দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহতের নাম হৃদয় আহমেদ ইয়াছিন (১৯)। তিনি শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। নিহতের মা জানান, হৃদয় তার একমাত্র সন্তান ছিল এবং তারা দুজনেই পরিবারের সদস্য হিসেবে একসঙ্গে থাকতেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, ঘটনাটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা। তাদের ভাষ্য অনুযায়ী, গলায় কালো বেল্ট প্যাঁচানো থাকলেও মরদেহটি গাছের নিচে মাটিতে পড়ে ছিল। আত্মহত্যার ঘটনা হলে লাশটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকার কথা। এভাবে গলায় বেল্ট প্যাঁচিয়ে মাটিতে লাশ পড়ে থাকা দেখে অনেকেই ধারণা করছেন—হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!