নাটোরের গুরুদাসপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল শেখ কে স্ব-পদ ও দলীয় সকল পর্যায়ের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব মো. রহিম নেওয়াজ সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু তথ্যটি নিশ্চিত করে বলেন,‘ দলীয় সিনিয়র নেতৃবৃন্দের সম্পর্কে অশালীন বক্তব্য ও আপত্তিকর মন্তব্য এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ড করায় গত (১৪ নভেম্বর) তাকে শোকজ করা হয়েছিল। তিন দিনের মধ্যে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত জবাব দেয়ার নির্দেশে তিনি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক ছিল না। এ কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে তার সাংগঠনিক পদ ও দলীয় সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিএনপিতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন :