ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, নিহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:৩৫ পিএম

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, নিহত ৩

ছবি: বর্তমান বাংলাদেশ।

লক্ষ্মীপুরে যাত্রীবাহী (আনন্দ পরিবহন) নামে একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ থেকে ১৫ জন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান ৩ জনের মৃত্যুর বিষয়টি দৈনিক বর্তমান বাংলাদেশকে নিশ্চিত করছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে চলন্ত বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে। বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় ৩টি মরদেহ। আহত উদ্ধার করা হয় ১০ থেকে ১৫ জনকে।

চন্দ্রগঞ্জ থানার ওসি জানান, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। বাসটি উদ্ধার করলে ৩ জনের মরদেহ দেখতে পায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বর্তমান বাংলাদেশ

Link copied!