ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

জয় বাংলা স্লোগান দেওয়ায় থানা হেফাজতে তারা,,,,

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:০৩ পিএম

জয় বাংলা স্লোগান দেওয়ায় থানা হেফাজতে তারা,,,,

ছবি: বর্তমান বাংলাদেশ।

নওগাঁর আত্রাইয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার সময় ৫-৬ জনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচ পাকিয়া এলাকা থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।

তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। তিনি বলেন, তাদের ব্যাপারে খোঁজ খবর চলছে। তারা কি কারণে এবং কোথায় থেকে কেন এসেছে এসব বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারপর বিষয়টি জানানো যাবে।

এদিকে থানা সূত্রে জানা যায়, তারা ওই এলাকায় জয় বাংলা স্লোগান দিচ্ছিল। খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে অনেকের বয়স ১৩-১৫ বছর। এখন তাদের বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তা সিদ্ধান্ত নিবেন।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!