ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাশেদের গণসংযোগে বিএনপির হামলা: আহত ১৬

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:৪১ পিএম

শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাশেদের গণসংযোগে বিএনপির হামলা: আহত ১৬

ছবি বর্তমান বাংলাদেশ

শেরপুরে জামায়াতের নির্বাচনী গণসংযোগে বিএনপির লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন জামায়াতের নেতাকর্মীরা। এতে অন্তত ষোলজন আহত হয়েছেন। তবে এ ঘটনা পাল্টাপান্টি বিক্ষোভ মিছিল করেছে দুই দলই।


২৪ অক্টোবর শুক্রবার বিকেলে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় গণসংযোগ শুরু করেন জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। এসময় ঘটনাটি ঘটে বলে জানায় দলটির নেতাকর্মীরা।


হাফেজ রাশেদ শুক্রবার রাতে সাংবাদিকদের জানায়, ডাকপাড়ায় গণসংযোগ শুরু করলে স্থানীয় বিএনপির লোকজন প্রথমে বাঁধা দেয়, বারবার শান্তিপূর্ণভাবে বুঝানোর চেষ্টা করলেও  একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বিএনপি’র একটি গ্রুপের নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়েছেন জামায়াতের ১৫ জন নেতাকর্মী। এদিকে উভয়পক্ষই শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।

জেলা আমির হাফিজুর রহমান বলেন, তারা এর আগেও আমাদের কাজে বিভিন্ন জায়গায় বাঁধা দিয়েছেন। কিন্তু এবার আমাদের উপর শারীরিক হামলা করেছেন। আমাদের প্রায় ১৫ জনের বেশি ভাই আহত হয়েছেন। বেশ কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।


জামায়াতের শেরপুর সদর আসনের প্রার্থী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম আরও জানান, তাদের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারকালে নন্দীর বাজার এলাকার ডাকপাড়ায় বিএনপি’র নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হন। এ সময় শেরপুর পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, শিবিরের সাবেক জেলা সভাপতি শহীদুল ইসলাম স্বপন, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সভাপতি শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সন্ধ্যায় জামায়াতের নেতাকর্মীরা হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে। ‍‍`এই বাংলায় চাঁদাবাজের ঠাই নাই, আমার ভাইয়ের গাঁয়ে রক্ত কেনো, বিচার চাই‍‍` এসব স্লোগান দেয়। এর পরপরই জেলা বিএনপির একটি অংশ পাল্টা মিছিল করে। তারা ‘জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’সহ নানান স্লোগান দেয়।

পরে রাতেই শেরপুর প্রেসক্লাবে বিএনপি’র তরফ থেকে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় যে ঘটনাটি ঘটেছে সেটা জোড় করে বিএনপির উপর দায় চাপিয়ে দিচ্ছে। এ হামলার ঘটনার সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত না। তাদের বহরে লাঠিসোঁটা দেখে গ্রামের লোকজন ঘিরে ধরে। তাই জামায়াতকে দ্রুত থানায় দায়ের করা অভিযোগটি প্রত্যাহারের আহবান জানাচ্ছি। এসময় জেলা শ্রমিকদকের আহবায়ক শওকত হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলসহ অন্যান্য প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, পুলিশ নাগরিকের নিরাপত্তা প্রদানে প্রস্তুত রয়েছে। অভিযোগ সাপেক্ষে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!