আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির পক্ষে সমর্থন জোরদার করতে নারায়ণগঞ্জে জলঢাকা উপজেলার নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবিরের সাবেক জেলা সেক্রেটারি মো. বেলাল হোসেন এবং সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ডেমরা থানার সেক্রেটারি ফজলুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। তিনি বলেন,
স্বশরীরে উপস্থিত থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে তা সম্ভব হয়নি-এজন্য আমি দুঃখিত। জলঢাকা থেকে যারা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন, তারা সবাই যেন আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ভূমিকা রাখেন।
তিনি আরও বলেন, জলঢাকায় কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে একটি ন্যায়নিষ্ঠ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক থানা সভাপতি ফজলে রাব্বী, সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান বাবু এবং সাবেক ছাত্রনেতা নাজমুল বাসার প্রমুখ।
সভায় প্রায় ২০০ জনেরও বেশি জলঢাকার ভোটার অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :