ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো.ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:১৮ পিএম

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সেখানে বক্তারা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে। এ কারণে ফ্যাসিস্টরা নির্বাচন বানচালসহ অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র করছে।

দিবসটি উপলক্ষে বুধবার (২০ আগস্ট) দুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

দুপুরে শহরের কালিবাড়ি বিজয় চত্বর থেকে  একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান থানা ইসলামী সুপার মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।


কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবু নাসের সুমন , সদর উপজেলার আহবায়ক বাসির উদ্দিন রিপন,ভারপ্রাপ্ত আহ্বায়ক মিতুন,ও মুখলেসুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা এখনও নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশে বসে এ দেশের নির্বাচন বানচালসহ অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। কোনোভাবেই যাতে এ দেশে ফ্যাসিস্টদের ঠাঁই না হয়। 

বক্তারা বলেন, আজ অনেকেই নানান প্রশ্ন তুলে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। তবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ক্ষমতা কারোর নেই। জনগণের চাহিদা অনুযায়ী ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে। 

বর্তমান বাংলাদেশ

Link copied!