ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

কেউ বললেই নির্বাচন বন্ধ হবে, এমন ভাবার কারণ নেই: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০২:৩২ পিএম

কেউ বললেই নির্বাচন বন্ধ হবে, এমন ভাবার কারণ নেই: অর্থ উপদেষ্টা

ছবি: অর্থ উপদেষ্টা

কেউ বললেই নির্বাচন বন্ধ হবে বা পিছিয়ে যাবে, এমনটি মনে করার কোন কারণ নেই। যারা বলছেন, এগুলো তাদের রাজনৈতিক বক্তব্য বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দীন আহমেদ।


বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে সার্বজনীন পেনশন স্কিম এর অ্যাপ ইউপেনশন এর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দীন আহমেদ। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের সহায়তা করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়।


নির্বাচনকে সামনে রেখে কালো টাকার সকল উৎস বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ঋণ খেলাপী কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে যাচ্ছে বলেও ড. সালেহ উদ্দিন আহমেদ উল্লেখ করেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!