নাটোর জেলার উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় ও নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে রবিবার উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও কবুতরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি ইয়াছিন রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মাসব্যাপী ফ্রি ভ্যাকসিন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: পবিত্র কুমার ও সাবেক ভাইস চেয়ারম্যান, নলডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়া।
ভেটেরিনারি হাসপাতালের ভ্যাক্সিন প্রদানকারী ভিএফএ মো: শাহিনুর ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা সভাপতি ডাক্তার মামুনুর রশিদ মোল্লা, পৌরসভা সেক্রেটারি সিদ্দিকুর রহমান নয়ন, ৬নং ওয়ার্ড সভাপতি আবু তাহের, ইউনিট সেক্রেটারি মোঃ আজিজুল ইসলামসহ নওদাপাড়া গ্রামবাসী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিনামূল্যের এ ভ্যাকসিন কর্মসূচি প্রাণিসম্পদ উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং ক্ষুদ্র খামারিদের স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান,নলডাঙ্গা পৌরসভার সকল ওয়ার্ডে মাসব্যাপী এই ফ্রি ভ্যাকসিন কর্মসূচি অব্যাহত থাকবে
আপনার মতামত লিখুন :