ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কিশোরগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মো.ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:১৫ এএম

কিশোরগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: বর্তমান বাংলাদেশ।

কিশোরগঞ্জে মাদককে না বলি নেশা মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার যশোদল  ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

যশোদল ইউনিয়ন পরিষদের ২নং ওর্য়াড মেম্বার মো. মুরাদ মিয়ার সভাপতিত্বে ও রিফাত হোসেনের সঞ্চালনায় মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন র্যা ব-১৪ সিপিসি-২ এর উপ সহকারী পরিচাল


(প্রশাসন) জুলহাস উদ্দিন সরদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার উপ-পরিদর্ক মো. নাজমুল ইসলাম কচি।

এছাড়াও আলোচনা সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সামাজিক সংগঠন আলোর দিশারী যুবসংঘের সহ সভাপতি মো. হান্নান মীর, মো. রুবেল মিয়া, উপদেষ্টা মো. মীর মোশাররফ হোসেন, মো. মনজিল মিয়া, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কনিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ ইমরান, জুনায়েদ আহমেদ সামাদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মজিবুল হক টিটু প্রমুখ।

বক্তারা বলেন সুস্থ্য মানবসম্পদ গড়ে তুলতে মাদক র্নিমুলের বিকল্প নেই। কিশোর-তরুনদেরকে মাদক ও তামাকের নেশা থেকে দূরে রাখতে প্রতিরোধ কর্মসূচী আরোও জোড়ালো করতে হবে।


এছাড়াও মাদকবিরোধী আলোচনা সভায় এলাকার গন্যমান্য ব্যক্তি ও যুবসমাজ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!