ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

সান্তাহার পৌরসভার আধুনিক রূপকার পৌর বিএনপির মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

মো:মাইন, আদমদিঘী, বগুড়া

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০২:১০ পিএম

সান্তাহার পৌরসভার আধুনিক রূপকার পৌর বিএনপির মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু

ছবি: সংগৃহীত

বগুড়া সান্তাহার পৌরসভার জনগণের প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগের সময় ৩ বারের সফল মেয়র হিসেবে নির্বাচিত হন ও তিনি সান্তাহার পৌর বিএনপির সভাপতি মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। নির্বাচিত হওয়ার পর ঋণের ভারে জর্জরিত ছিল নানা প্রতিকূলতা সামনে আসে। ঋণ পরিশোধ করে এই পৌরসভার মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চিন্তার ভাঁজ পড়ে যায় নির্বাচিত মেয়রের কপালে। কিভাবে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন এই ভেবে।পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রায় এিশ হাজার ভোটার।১০.৫৪০ বর্গ কিলোমিটার বসবাস করে লক্ষাদিক মানুষ। ৯ জন কাউন্সিলর এবং তিন জন সংরক্ষিত কাউন্সিলর দের নিয়ে শুরু করেন আধুনিক রূপকার প্লানিং। কঠোর পরিশ্রমের মাধ্যমে শুরু হয় কর্মযোগ্য। পাল্টে যেতে থাকে পৌরসভার চিত্র। দৃশ্যমান হতে শুরু করে উন্নয়ন প্রকল্প গুলো। সন্ধ্যার পর কোন কারেন্টের থামবাই ছিলনা লাইট  এর ব্যবস্থা করে দান। ৩ হাজার মধ্যবিত্ত পরিবারকে টিসিবির সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসে।পৌরসভার ভোগান্তি ও সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করেন।আগে যেখানে বেহাল দশা ছিলো রাস্তাঘাটের, এখন উন্নয়নের হাওয়ায় পরিবর্তন হয়ে গেছে সেসব রাস্তাঘাট চলছে গাড়ি।  হয়েছে সান্তাহারে আল্লাহর ৯৯ নাম চত্বর । মেয়র নির্বাচিত হওয়া নাগরিক সুবিধা পেতে শুরু করে পৌরবাসী রাস্তাঘাট, স্কুল কলেজ থেকে শুরু করে সর্বস্তরে শুরু হয় উন্নয়নের ছোঁয়া। পৌরসভার জনগনকে প্রায় ৯ ওয়ার্ড এ অর্ধশত রাস্তা উপহার দিয়েছে সান্তাহার পৌর সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু । অউপযোগী সান্তাহার স্টেডিয়ামকে উপযোগী করে খেলার ব্যবস্থা করে দিয়েছেন।উন্নয়ন করছে সান্তাহার রাধাকান্ত হাটের।সান্তাহার পৌরবাসীকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাইতেছেন।সীমাবদ্ধতার মধ্যেও পৌরসভাকে বানিয়েছেন পরিচ্ছন্ন রাখতে আধুনিক রাস্তাঘাট, বাড়ি থেকে ময়লা নিয়ে এসে ফেলা হচ্ছে নির্দিষ্ট স্থানে । এছাড়া পৌরবাসীকে পানি সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন।এছাড়া পৌর সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সকল শ্রেণী-পেশার মানুষের সাথে মিলেমিশে নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। পৌরসভার  উন্নয়নে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছে পৌর ৯ ওয়ার্ড প্রতিনিধিগণ। তৃণমূল মানুষদের চাহিদা তুলে এনে  সমাধানে তারাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।১নং ওয়ার্ড এর বাসিন্দা ফেরদৌস হোসেন বলেন তার এলাকায় সব রাস্তা আধুনিক পাকা করে দিয়েছেন।পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা রাকিব বলেন মেয়র সাহেব সান্তাহার পৌর বাসিকে সেবা দেওয়ার জন্য দিনরাত কাজ করে যাইতেছে।৫ নং ওয়ার্ড বাসিন্দা মেহেদী খান বলেন তার ওয়ার্ড মাদকমুক্ত এলাকা করার লক্ষ্যে কাজ করে যাইতেছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!