নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারি দু’জনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। তিনি জানান, মাদক বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার স্থল বড়বড়িয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই গ্রামের নছোন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫) ও গিয়াস উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৩৬) কে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই তাদের দু’জনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
এছাড়া একই রাতে গ্রেফতারি পরোয়ানা মূলে উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসিন আলী (৩৫) ও পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :