ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নির্বাচন স্থগিতের আবেদন খারিজ শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতি নির্বাচন নিয়ে উত্তেজনা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১১:৪৯ এএম

নির্বাচন স্থগিতের আবেদন খারিজ শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতি নির্বাচন নিয়ে উত্তেজনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিতের আবেদন খারিজ করা হয়েছে।খারিজ করার পরেই এ নিয়ে দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। 
উল্লিখিত যে গত ১০ আগষ্ট ব্যবসায়ী সমিতির একজন সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন নির্বাচন স্থগিত করে ভোটার তালিকা হালনাগাদ,নির্বাচন কমিশন পুনর্গঠন করে আগামী জাতীয় নির্বাচনের পরে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক লিখিত আবেদন করেন। 
কিন্তু গত ২১ আগষ্ট বৃহষ্পতিবার উপজেরা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিনের এ আবেদন খারিজ করে দিলে অধিকাংশ ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করতে দেখা যায়। 
এ বিষয়ে শহরের স্টেশন রোডের মুন্নী টি হাউজের মালিক মোস্তাফা মিয়া বলেন,বর্তমান যে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ রয়েছেন তারা ২০১৭ সালে নির্বাচিত হয়েছিলেন তিন বছরের জন্য। কিন্তু  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের প্রত্যক্ষ মদদে এ পরিষদ নির্বাচন ছাড়া দীর্ঘ ৮ বছর ক্ষমতায়। তিনিসহ অসংখ্য ব্যবসায়ী রয়েছেন তারা সমিতির ভোটার হতে পারেন নাই। তিনি দাবী জানান,ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে জাতীয় নির্বাচনের পরে নির্বাচন অনুষ্ঠানের। এদিকে বর্তমান ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছেন নির্বাচন অনুষ্ঠানের এবং অন্য পক্ষ নির্বাচন স্থগিত করার দাবীতে অনঢ় রয়েছেন। ফলে এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। 
এ বিষয়ে ব্যবসায়ী মোহাম্মদ তাজ উদ্দিন জানান,ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে তিনি নির্বাচন স্থগিত করে ভোটার তালিকা হালনাগাদ,নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগামী জাতীয় নির্বাচনের পরে ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবী জানিয়েছিলেন। যেহেতু আমার আবেদন না মঞ্জুর হয়েছে,এখন তিনি আইনগতভাবে এর মোকাবেলা করবেন বলে জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!