ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

বিরলে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৩:২২ পিএম

বিরলে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ছবি বর্তমান বাংলাদেশ

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগের পুনর্বাসনকারী ও ফ্যাসিস্টের দোসর সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে মনোনয়ন দেয়ার প্রতিবাদে ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিরলে মানববন্ধন কর্মসূচি পালন  করেছে উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০২৫) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি দিনাজপুর-বিরল স্থলবন্দর মহাসড়কের ভান্ডারা ইউনিয়নের রামপুর বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের পুনর্বাসনকারী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিল করে মোজাহারুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেয় বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি‍‍`র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, ভান্ডারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন প্রধান প্রমূখ। মানবন্ধনে বিএনপি‍‍`র বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নারী-পুরুষসহ সহস্রাধিক নেতাকর্মীসহ উপজেলার নানান শ্রেণী পেশার সাধারন মানুষ অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক রিযাজ চৌধুরী পিনাককে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জন্য প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বর্তমান বাংলাদেশ

Link copied!