ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিএনপির ৩১ দফা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার রূপরেখা- পলমল

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৯:৪২ পিএম

বিএনপির ৩১ দফা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার রূপরেখা- পলমল

ছবি: বর্তমান বাংলাদেশ।

নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি  এডভোকেট রোকসানা কানিজ চৌধুরী পলমল বলেছেন, 
বিএনপির ৩১ দফা শুধু পরিবর্তনের কথা বলে না, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার রূপরেখা।

আজ বুধবার বিকালে জেলা মোহনগঞ্জ পৌরশহরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তাঁর নেতৃত্বে শহরজুড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে উপজেলা মহিলা দল।

পলমল বলেন, "এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।"

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ উপজেলা  মহিলাদলের সাবেক সভানেত্রী রেবেকা আক্তার রুবি, মদন উপজেলা মহিলাদলের সভানেত্রী শিরিন আক্তার, আটপাড়া উপজেলা মহিলাদলের নেত্রী নাদিরা আক্তার সহ সহযোগী বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। 
 

বর্তমান বাংলাদেশ

Link copied!