ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৩:৩৪ পিএম

জাতীয় নিরাপদ সড়ক দিবস  পালিত

ছবি: বর্তমান বাংলাদেশ।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে রর্‌্যাালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  ২২ অক্টোবর সকালে জেলা প্রশাসকের অফিস থেকে র্যালী বের হয়ে প্রেসক্লাব চত্বর হয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,  জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম, জেলা হেফাজতের নেতা জামাল আহমদ কাসেমী, মৌলভীবাজার  প্রেসক্লাবের সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার  জেলা বিএনপি নেতা মতিন বখশ,জুলাই মঞ্ছের আহবায়ক তানজিলা শিশির, বৈষম্য বিরোধী ছাত্র নেতা কাজী মনজুর, মিছবাহ আহমদ প্রমুখ।
এখানে সকল অফিস প্রধান , বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ সময় দুর্ঘটনায়  নিহত,আহত ৬ জনকে  ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!