ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

লালমনিরহাট কালীগঞ্জে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত।।

নুরুল ফেরদৌস, লালমনিরহাট

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৫:৩৫ পিএম

লালমনিরহাট কালীগঞ্জে  ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত।।

ছবি বর্তমান বাংলাদেশ

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে লালমনিরহাট কালীগঞ্জে  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে কালীগঞ্জে  উপজেলা চত্বরে  একটি মহড়া বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা 
তিনি বলেন, ‘মানুষ সৃষ্ট দুর্যোগ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সম্ভব হয় সমন্বিত উদ্যোগের মাধ্যমে। ফায়ার সার্ভিস শুধু আগুন নির্বাপনেই সীমাবদ্ধ নয়; বরং তারা সকল ধরনের দুর্যোগে প্রতিরক্ষা ও উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও বলেন, ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক মার্কেটগুলোতে কীভাবে নিরাপত্তা ও সচেতনতা কার্যক্রম চালানো যায়, সে বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আলাদা প্রশিক্ষণ বা মহড়া আয়োজন করা যেতে পারে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন 
এর আগে দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা  চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!