নওগাঁর মান্দায় মরহুম নাজিমুদ্দিন পাইক স্মরণে আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চকভোলাই ডাঙ্গাপাড়া মাঠে স্থানীয় সংগঠন চকভোলাই ডাঙ্গাপাড়া ইয়াং জেনারেশন এর আয়োজনে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব সাইদুর রহমান পাইক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।
ভার্চুয়ালি টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও নওগাঁ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম (সোহাগ)।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন (সুমন), ইমরান হোসেন, মনিবুর রহমান (দুখু), আল মামুন, ফাহিম হাসান ও মুস্তাকিম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হক, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন শাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খেলাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :