ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মান্দায় মরহুম নাজিমুদ্দিন পাইক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৯:২৯ পিএম

মান্দায় মরহুম নাজিমুদ্দিন পাইক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি বর্তমান বাংলাদেশ

নওগাঁর মান্দায় মরহুম নাজিমুদ্দিন পাইক স্মরণে আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চকভোলাই ডাঙ্গাপাড়া মাঠে স্থানীয় সংগঠন চকভোলাই ডাঙ্গাপাড়া ইয়াং জেনারেশন এর আয়োজনে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব সাইদুর রহমান পাইক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।

ভার্চুয়ালি টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও নওগাঁ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম (সোহাগ)।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন (সুমন), ইমরান হোসেন, মনিবুর রহমান (দুখু), আল মামুন, ফাহিম হাসান ও মুস্তাকিম হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হক, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন শাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খেলাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

বর্তমান বাংলাদেশ

Link copied!