ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জাতীয়করণের দাবিতে মহাসমাবেশে যোগদানে মান্দা উপজেলা শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় এম এ মতীনের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১১:৩৬ পিএম

জাতীয়করণের দাবিতে মহাসমাবেশে যোগদানে মান্দা উপজেলা শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় এম এ মতীনের

ছবি বর্তমান বাংলাদেশ

বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত শিক্ষক মহাসমাবেশে যোগদানের প্রাক্কালে শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী  এম এ মতীন।

মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকার চিটাগাং হোটেলে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম সরোয়ার স্বপন। এছাড়াও 
উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক  নাসির উদ্দীন,  এনামূল হক, আব্দুল লতিফ ও  দেলোয়ার হোসেন প্রমূখ।

সভায় মান্দা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দও অংশ নেন।

শিক্ষক নেতারা বলেন, দেশের লক্ষাধিক বেসরকারি শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। এ দাবি বাস্তবায়নে রাজনৈতিক হস্তক্ষেপ কামনা করছি।

বর্তমান বাংলাদেশ

Link copied!