ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫

অপহরণের ৭ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার , আটক আসামী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৬:৪০ পিএম

অপহরণের ৭ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার , আটক আসামী

ছবি- বর্তমান বাংলাদেশ।

নরসিংদী সদর উপজেলার  মাধবদী থানা এলাকায় সিএনজি যোগে সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। থানায় মামলা সূত্রে জানাযায়, নুসরাত জাহান মীম গাজীপুর শাহিন ক্যাডেট স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে শুভ তাকে বিরক্ত করত। 

বিষয়টি মীম বাড়ির লোকজনকে জানালে তারা শুভকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য বলে। 

বিষয়টি শুভ সহজ ভাবে নিতে পারে নি। সে আরো ক্ষিপ্ত হয়ে গত রবিবার  দুপুর অনুমান ১২:৪৫ ঘটিকার সময় আনন্দী চৌরাস্তার মোড়ে পৌছালে পূর্ব হইতে উৎপেতে থাকা শুভ ও দুই বন্ধু অনিক, জহির সিএনজি গাড়ি নিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়। 

মেয়ের মা ফারজানা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় অভিযোগ দায়ের করলে, পরবর্তীতে মাধবদী থানা পুলিশের এস আই আলাউদ্দিন বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহার করে মহিষাশুড়া ইউনিয়নে বথুয়াদী বেড়িবাঁধ এলাকা থেকে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় ৭ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও আসামী শুভ(২০) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী শুভকে কোর্টে প্রেরণ করা হয়েছে। আসামী মাধবদী আটপাইকা এলাকার ইমান আলীর ছেলে। 

বর্তমান বাংলাদেশ

Link copied!