ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

রাজাপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা জামালের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৫:১১ পিএম

রাজাপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা জামালের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী কর্মীসভা শুক্রবার বিকাল ৩টায় রাজাপুর উপজেলা অডিটরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। কর্মী সভায় প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদে স্থগিত) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসিম উদ্দিন আকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, যুবদলের আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ পারভেজ, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রতন দেবনাথ, ছাত্রদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি এবং শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব আঃ মান্নান খাঁন। আরও বক্তব্য দেবেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খান ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুমন হক জুয়েল মাতুব্বর।

সভায় সভাপতিত্ব করবেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ শহিদুল আলম এবং সঞ্চালনা করবেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন। অনুষ্ঠানের আয়োজন করবেন শহিদুল ইসলাম তালুকদার, জাকির খান, সোহরাব হাওলাদার, কাজী জাকির, মাসুম হাওলাদার, মিরাজ সিকদার, আসলাম, ফাহাদ, বাবু, রকি সিকদার ও সানি।

বর্তমান বাংলাদেশ

Link copied!