ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের শান্তি ও মুক্তি হবে না--নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৯:০১ পিএম

নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের শান্তি ও মুক্তি হবে না--নাটোরে দুলু

ছবি: বর্তমান বাংলাদেশ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী  অ্যাডভোকেট এম  রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন , আওয়ামী লীগ নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত করার কারণে আজকে তারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে রয়েছে।  বাংলাদেশের মানুষ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছেন নির্বাচনের জন্য। এই নির্বাচনকে নিয়ে যদি কোন চক্রান্ত ষড়যন্ত্র করেন বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের শান্তি ও মুক্তি হবে না। তিনি আজ রবিবার  বিকেলে নাটোরের নলডাঙ্গা  উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। খাজুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান দুলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,  যুগ্ম আহব্বায়ক  মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি সহ স্থানীয় নেতাকর্মীর।
সিংকঃ- এ্যাড এমন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-০২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।

বর্তমান বাংলাদেশ

Link copied!