নওগাঁয় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভোজ্যপণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনা করেছে বিচার বিভাগ। শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টার পর শহরের বিভিন্ন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কাগজপত্রে অসঙ্গতি ও অব্যবস্থাপনা ধরা পড়লে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। দয়ালের মোড় এলাকার ‘হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এর কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়া স্টাফ কোয়ার্টার এলাকার বলাকা ক্লিনিকের অব্যবস্থাপনা নজরে এলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
পরে সন্ধ্যায় ডালপট্টি এলাকার ভোজ্যপণ্যের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকান থেকে ২৪ কেজি রংমিশ্রিত মুগ ডাল জব্দ করে বিচার বিভাগ। একই সঙ্গে দোকান মালিককে সতর্ক করা হয় এবং মিষ্টির দোকানগুলোকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
সামারি ট্রায়ালে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাজিয়া তাসনিম, সদর থানা পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, সম্প্রতি নওগাঁ শহরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পাশাপাশি স্থানীয় বাজারে নকল ও ভেজাল পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরির অভিযোগের প্রেক্ষিতেও এ সামারি ট্রায়াল পরিচালিত হয়।

আপনার মতামত লিখুন :