ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতিকে মারধর ও গাড়ী ভাংচুর

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৬:৫৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতিকে মারধর ও গাড়ী ভাংচুর

ছবি বর্তমান বাংলাদেশ

ঝিনাইদহ ০৫ নভেম্বর-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতি শামিম হোসেন মোল্লাকে মারধর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেসময় ভাংচুর করা হয় শামিম মোল্লার ব্যবহৃত গাড়ীটি। বুধবার দুপুরে ঝিনাইদহ এলজিইডি অফিসে এই গণধোলাইয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায়bনিয়ে যায়।

পুলিশ জানায়, দুপুরের দিকে যুবলীগ নেতা শামিম হোসেন মোল্লা তার 
প্রাইভেটকারযোগে ঝিনাইদহ এলজিইডি অফিসে যায়। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা তার প্রাইভেটকার ভাংচুরসহ গণধোলাই দেয়। সেসময় খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শামিম হোসেন মোল্লা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং এখনও সক্রীয় বলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভিযোগ।

বর্তমান বাংলাদেশ

Link copied!