ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সোনা চোরাচালানের অভিযোগে শাহজালালে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০১:৩৮ এএম

সোনা চোরাচালানের অভিযোগে শাহজালালে আটক ৩

ছবি-বর্তমান বাংলাদেশ।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক দিনে তিনটি ঘটনায় প্রায় ৯০০ গ্রাম সোনাসহ তিনজনকে আটক করেছে এপিবিএন।

রোববার রাতে পুলিশের এ ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বর এলাকায় ২৯৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ ২৭ বছর বয়সী মো. সালেহ ফয়সালকে আটক করা হয়।

একই দিন দুপুর পৌনে ২টায় দুই নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম নামে ৩৪ বছর বয়সী আরেকজনকে আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।


এছাড়া ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কারসহ বিমানবন্দরের দুই নম্বর আগমনী টার্মিনালে মাসুম রানা নামে ৩২ বছর বয়সী আরেকজন আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএন বলছে, বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণালংকার ’অবৈধভাবে’ বাংলাদেশে নিয়ে আসে। তারা বেশ কিছু দিন থেকে বিমানবন্দরে ‘স্বর্ণ চোরাচালান চক্রের’ সঙ্গে জড়িত এবং ‘রিসিভার’ হিসেবে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে প্রথম দুইজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা এবং পরের জনকে নিবাহী হাকিম আদালতে পাঠানোর তথ্য দেওয়া হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!