ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের কাছে যেন ‘অসহায়’ ভারত, হারল বড় ব্যবধানে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:২৬ পিএম

বাংলাদেশের কাছে যেন ‘অসহায়’ ভারত, হারল বড় ব্যবধানে

ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মালদ্বীপে চলমান ‍‍`১ম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫‍‍` টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করে ভারতের বিপক্ষে এই জয় তুলে নেয় বাংলাদেশের খেলোয়াড়েরা।

দাপুটে পারফরম্যান্সে ম্যাচে বাংলাদেশ ৭-৩ গোলে হারিয়েছে ভারত বিচ হ্যান্ডবল দলকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড় বিজিবির সিপাহি খোকন মোল্লা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল ৫৩-২৭ গোলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল। সে ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বিজিবির খোকন মোল্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি হ্যান্ডবল দলের সিপাহি মো. খোকন মোল্লা, সিপাহি মো. আ. রউফ, সিপাহি অনিক পারিয়াল এবং সিপাহি মো. নাহিদ আলী অংশগ্রহণ করে প্রত্যেকেই তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে।


উল্লেখ্য, ১৮-২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান ‍‍`১ম কমনওয়েলথ পুরুষ সিনিয়র বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫‍‍` প্রতিযোগিতায় মোট ৬টি দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!