ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু পা হবো না- এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৯:১৬ পিএম

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু পা হবো না- এস এম জাহাঙ্গীর

ছবি বর্তমান বাংলাদেশ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকা-১৮ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এস এম জাহাঙ্গীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বকে টিকিয়ে রাখতে এবং তারেক রহমানের জন্য যদি জীবন দিতে হয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জীবন দিবেন তবুও পিছু পা হবেন না বলে জানান।

রবিবার (৯ নভেম্বর) বিকাল ৩ টায় উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জসীমউদ্দিন রোড থেকে আজমপুর মুগ্ধ মঞ্চের সামনে গিয়ে শেষ।

এসময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসন নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র চলবে না। এই আসন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াকিবহাল রয়েছেন বলে জানান। রাজধানীর এই প্রবেশদ্বারে গুরুত্ব বুঝে ধানের শীষ আমাদেরই দিবেন বলে আশা করি।

মিছিলের প্রারম্ভে দেওয়া এক বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক তারেক রহমান ভালো করেই জানেন এই আসনের বাস্তবতা। তিনি জানেন, এই আসনে কাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবে, আর কাকে মূল্যায়ন করলে এই ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের চাওয়াপাওয়ার প্রকৃত মূল্যায়ন হবে। তাই আপনাদের আস্বস্ত করে বলছি, শেষ হাসি আপনারাই হাসবেন।”

তিনি আরও বলেন, “গণভোটে আমাদের কোনও আপত্তি নাই। তবে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে।”

ইএ/

বর্তমান বাংলাদেশ

Link copied!