জুলাই গণঅভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে আজ ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ পালিত হবে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে শুরু হবে এই ব্যতিক্রমী অনুষ্ঠান।
এই আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আন্দোলন।
আয়োজক সূত্রে জানা গেছে, এ দিনের কর্মসূচিতে থাকবে চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ সংগীত পরিবেশনা। প্রদর্শিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্রগুলো হলো: প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই; ইন ফেসবুক টু ফিল্ড অব ফায়ার; জুলাই বীরগাঁথা; জুলাই ইউনিফর্ম প্রভৃতি।
সন্ধ্যার পরিবেশনা পর্বে ‘তুলনায়ের গান’ শিরোনামে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। পুরো অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ড্রোন শো, যা আয়োজনের ভিজ্যুয়াল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
আপনার মতামত লিখুন :