ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

এখনো উদ্ধার হয়নি পঞ্চগড় এক্সপ্রেসের বগি, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০১:২৩ পিএম

এখনো উদ্ধার হয়নি পঞ্চগড় এক্সপ্রেসের বগি, ট্রেন চলাচল বন্ধ

ছবি-বর্তমান বাংলাদেশ

মালিবাগে পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি এখনো উদ্ধার হয়নি। বগি উদ্ধার না হওয়ায় শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। রেলের শিডিউল ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এমন অবস্থায় কেউ যেতে না চাইলে তার টিকিটের টাকা ফেরত দেয়া হচ্ছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, রাত থেকে এখন পর্যন্ত চার জোড়া ট্রেন আসা যাওয়া করেছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষমাণ আছে, তবে তা নির্ধারিত সময়ের এক থেকে চার ঘণ্টা পর্যন্ত দেরি হবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইলে রাত থেকেই এসএমএস পাঠানোর মাধ্যমে সম্ভাব্য দেরির বিষয়টি অবগত করেছেন বলে জানিয়েছেন ম্যানেজার।


এছাড়া যে সব যাত্রী তাদের যাত্রা বাতিল করতে চাচ্ছেন, তাদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে।

স্টেশন ম্যানেজার আরও জানান, অনলাইনে টিকিট ক্রয়কারীরা অনলাইনে এবং কাউন্টার থেকে টিকিট ক্রয়কারীরা কমলাপুর রেলস্টেশনের ৫ নম্বর কাউন্টারে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন।লাইন ঠিক হতে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ক্ষতি হয়েছে সিগনালিং সিস্টেমের। সমস্যা সমাধানে টেকনিক্যাল টিম কাজ করছে। কিন্তু ঠিক কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি মালিবাগে পৌঁছালে পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা দেরিতে রেল স্টেশন ছাড়ে। প্ল্যাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৩টি বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে, লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

বর্তমান বাংলাদেশ

Link copied!