ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিশ্বরেকর্ড, এক ব্যাগ বিক্রি হলো সাড়ে ১২১ কোটি টাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৬:৩৯ পিএম

বিশ্বরেকর্ড, এক ব্যাগ বিক্রি হলো সাড়ে ১২১ কোটি টাকায়

ছবি- সংগৃহীত

অভিনেত্রী জেন বারকিনের জন্য বিশেষভাবে তৈরি করা একটি আইকনিক ব্যাগ রেকর্ড ১০.০৪ মিলিয়ন ডলারে (৮৬ লাখ ইউরো) বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২১ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা (ডলার প্রতি ১২১.৫৭ টাকা দরে)। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে নিলামকারী সোথবিসের মাধ্যমে এ কেনাবেচা হয়। জেন বারকিনের ব্যাগটি বিংশ শতাব্দীর যুগ-স্মরণীয় ডিজাইনগুলোর একটি হয়ে উঠেছিল।

ফ্যাশন কিংবদন্তি অনুসারে, প্রথম বারকিন ব্যাগের উৎপত্তির পেছনে চমকপ্রদ ঘটনা রয়েছে। ফ্রাঙ্কো-ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বারকিন ১৯৮৪ সালে একটি ফ্লাইটে হার্মেসের নির্বাহী জিন-লুই দ্যুমাসের পাশে বসেছিলেন। ওই সময় তাকে বলেছিলেন, তিনি একজন তরুণ মা হিসেবে একটি আড়ম্বরপূর্ণ কিন্তু কার্যকরী ব্যাগের প্রয়োজন বোধ করছেন।

দ্যুমাস তৎক্ষণাৎ আয়তাকার হ্যান্ডব্যাগের একটি নকশা আঁকেন। ব্যাগটিতে শিশুর বোতলের জন্য একটি নির্দিষ্ট স্থান ছিল। কোম্পানিটি তার জন্য সেই ব্যাগটি তৈরি করে এবং পরে এটির ছোট সংস্করণগুলো সাধারণ মানুষের জন্য বিক্রি শুরু করে। ডিজাইনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ফ্যাশন ব্র্যান্ডটির উত্থানে সহায়তা করে।

নিয়মিত বারকিন ব্যাগগুলো ১০,০০০ ডলারের বেশি মূল্যে বিক্রি হয়। তবে প্রথম বারকিন ব্যাগের সঙ্গে সাধারণভাবে বিক্রি ব্যাগের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। সোথবিস জানিয়েছে, ব্যাগটি একজন জাপানি ক্রেতা ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করে কিনেছেন। এটি ফ্যাশন আইটেম বিক্রিতে সর্বোচ্চ মূল্যের রেকর্ড।


সোথবিস ইউরোপ ও মধ্যপ্রাচ্যের হ্যান্ডব্যাগ এবং ফ্যাশন বিভাগের প্রধান অরেলি ভ্যাসি রয়টার্সকে বলেছেন, এটি একটি ভ্রমণ ব্যাগ ছিল। স্পষ্টতই, জেন বারকিন এটি ৯ বছর ধরে প্রতিদিন ব্যবহার করেছিলেন এবং এর ফর্ম এখনও খুব সুন্দর ।

তবে ব্যাগটি এবারই প্রথম বিক্রি হচ্ছে তা নয়। প্রথমবার বারকিন নিজেই ব্যাগটি বিক্রি করেছিলেন। ১৯৯৪ সালে এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াই করা ফরাসি দাতব্য সংস্থা সিডাকশনকে সহায়তা করার জন্য তিনি ব্যাগটি নিলামে তুলে বিক্রি করেন। পরে ২০০০ সালে এটি আবার বিক্রির জন্য নিলামে উঠে। তখন একজন ফরাসি ব্যক্তিগত সংগ্রাহক ব্যাগটি কিনে নেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!