নতুন অর্থবছরের শুরুতে শুল্ক ও কর অনলাইনে সরকারি কোষাগারে জমা দিতে ‘এ-চালান’ সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর ও অর্থ বিভাগের যৌথ কার্যক্রমে চালু হওয়া এই চালান সিস্টেমের মাধ্যমে যেকোনো সময় আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের সিঅ্যান্ডএফ এজেন্টরা শুল্ক ও কর জমা দিতে পারবেন।
শনিবার (৫ জুলাই) এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড।
চালান সিস্টেমটি চালু করতে এনবিআরের অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের আইবিএএস++ বা আইবাস সিস্টেমকে সংযুক্ত (ইন্টিগ্রেট) করা হয়েছে।
আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টরা এখন নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক ও কর জমা দিতে পারবেন।
জানা যায়, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায়। বিধায় সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে।
‘এ-চালান’-এর মাধ্যমে জমা দেওয়া এই অর্থ তাৎক্ষণিক সরকারের ট্রেজারিতে জমা হবে। ফলে সরকার তাৎক্ষণিকভাবে এই নগদ অর্থ খরচ করতে পারবে।
আপনার মতামত লিখুন :