মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন।
স্থানীয়রা জানান, নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন ট্রেনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বা রেলওয়ে কর্তৃপক্ষ।
স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, সকালে খবর পাই মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে লাশ পড়ে আছে। পরে শ্রীমঙ্গল জিআরপি পুলিশকে জানানো হয়। তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন সিলেটের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যায়। তবে সেটিই দুর্ঘটনার সঙ্গে জড়িত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ননি গোপাল জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :