ঝিনাইদহ হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় সোহাগি খাতুন (৪৯) নামের ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার কাপাশহাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগি খাতুন উপজেলার শাখারিদহ গ্রামে মৃত উমবাত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে ঝিনাইদহ থেকে একটি ইজিবাইকে যাত্রী নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের কাপাশহাটিয়া মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ২ জন। হরিণাকুন্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :