ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪

প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা মামলা করতে এসে ধরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ১২:২১ এএম

প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা মামলা করতে এসে ধরা

ছবি-বর্তমান বাংলাদেশ।

ভোলায় পূর্বের শক্রতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যে মামলা করতে গিয়ে বিফল হলেন মো: শাহিন (৪০) নামে এক বখাটে ব্যাক্তি। 

তিনি ভোলার লালমোহন উপজলোর বদরপুর ইউনিয়নের চরপাতা গ্রামের মো: আলকাজ মিয়ার ছেলে। এলাকায় সে বখাটে, সন্ত্রাসী ও চাঁজাবাদ নামে পরিচিত।

গতকাল শুক্রবার বিকালে ভোলার লালমোহন থানায় এ ঘটনা ঘ‌টে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, গতকাল শুক্রবার শাহিন নামে ওই সড়ক দুর্ঘটনায় পা ও হা‌তে হালকা  আহত হন। কিন্তু সে এটা‌কে পুঁ‌জি ক‌রে তার এক প্রতিপক্ষকে ফাঁসাতে ওই‌দিন সন্ধ‌্যায় লালমোহন থানায় এসে হামলা ও ছিনতাইর ঘটনা অভিযোগে মামলা করতে আসেন। 

বিষয়টি সন্দেহ হলে সাথে সাথেই  ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য পুলিশ পাঠানো হয়। কিন্তু ঘটনার সত্যতা পাওয়া যায়নি। আর তদন্তে আমরা  নিশ্চিত হয়েছি শাহিন তার প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানী করতে নাটক সাজিয়েছেন।

তিনি আরো জানান, শাহিন নামে ওই ব্যাক্তিকে সর্তক করা হয়। 

এছাড়াও ভবিষ্যতে এমন মিথ্যা অভিযোগ নিয়ে থানায় আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

বর্তমান বাংলাদেশ

Link copied!