ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ঝালকাঠিতে বিএনপির মতবিনিময় সভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৬:১৯ পিএম

ঝালকাঠিতে বিএনপির মতবিনিময় সভা

ছবি বর্তমান বাংলাদেশ

সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি ঘোষিত ৩১ দফায় কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয়  অভিহিত করণের লক্ষ্যে ঝালকাঠিতে মতবিনিময় সভা করেছে  বিএনপি।

শনিবার (১৮ অক্টোবর) ঝালকাঠি সদর  উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন  বিএনপি‍‍`র আয়োজনে স্থানীয় চরবাটারা কান্দায়  ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন  এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খলিল তালুকদার এর  সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর  উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক , ঝালকাঠী পৌর বিএনপির সাধরন সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।  

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুর হোসেন, ঝালকাঠী জেলা আইনজীবী ফোরাম নেতা এ্যাড.শামিম আলম বাকলাই, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন, সিনি: যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল,  সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন ঝন্টু, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, সদর উপজেলা বিএনপি নেতা মোঃ জামাল হোসেন, মোঃ শহিদ, স্থানীয় ৩ নং ওয়ার্ড বিএনপি‍‍`র সভাপতি মোঃ ফারুক হোসেন, জেলা যুবদল নেতা মোঃ মনির হোসেন, ছাত্রদলের পাঠাগর সম্পাদক আরিফুল ইসলাম সজিব, ইউনিয়ন  ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ধানসিড়িঁ ইউনিয়ন কবি জীবানান্দের কবিতার জীবন্ত ছবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি এ ইউনিয়নের ধানসিঁড়ি নদী জনতার সাথে স্বেচ্ছাশ্রমে একসাথে তিনি খনন করেছেন। 
বিএনপি সবুজ শ্যামল গ্রাম গুলোকে স্বনির্ভর করে গ্রামীন জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন করার জন্য বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় কৃষক শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর  অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য  মুল্য প্রাপ্তির ব্যবস্থা, নারীদের এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেয়ার  মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক  উন্নয়ন  করা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের আর্থিক নিরাপত্তার জন্য ফ্যামিলী কার্ড প্রবর্তন  সহ নানা মুখি পদক্ষেপ এর মাধ্যমে বাংলাদেশ কে একটি সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের নিশ্চিয়তার কথা বলেছেন । বাংলাদেশের প্রান্তিক  জনগোষ্ঠীর উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য ধানের শীষের পক্ষে থাকার এবং ভোট প্রদানের আহবান জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!