ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সেলিম রেজা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৪৬ এএম

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সেলিম রেজা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা হাবিবুর রহমান সেলিম রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।”

এসময় তিনি বিএনপির সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেন।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!