ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতকরণে পরামর্শসভা

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:৪৫ পিএম

শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতকরণে পরামর্শসভা

ছবি: বর্তমান বাংলাদেশ।

“আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি”— এ শ্লোগানকে সামনে রেখে  “মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব” প্রকল্পের আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শসভা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে আয়োজিত এ সভায় অংশ নেন পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও দলিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম পাটুযারি। বিশেষ অতিথি ছিলেন ম্যাক বাংলাদেশের প্রতিনিধি এ হামিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ানা মার্দাজী।
সভায় বক্তারা বলেন, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে দারিদ্র বিমোচন, বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণে স্থানীয় সরকার ও নাগরিক সমাজকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় বক্তারা দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ ও প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!