ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত তাজ আল মিনার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:৫৫ এএম

দিনাজপুরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত তাজ আল মিনার

ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলার বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজ আল মিনার ২০২৫ সালে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। তিনি বলেন,
“আজকের এই সম্মাননা কেবল একজন শিক্ষকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য এক গৌরবের বিষয়। তাজ আল মিনারের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকরা শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিচ্ছেন। শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান নিঃসন্দেহে অনন্য।”

মোঃ তাজ আল মিনারের কর্মজীবনের শুরু ২০০৬ সালের ১৬ এপ্রিল বেতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। এরপর ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর তিনি সরাসরি প্রধান শিক্ষক হিসেবে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। ২০১৩ সালে পুনরায় বেতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ২০১৭ সালের ২১ মে থেকে ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। উপজেলা পর্যায়ে ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২৪ সালে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে তাঁর নেতৃত্বে। পাশাপাশি ২০১৮ ও ২০২৩ সালে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২৫ সালে জেলার প্রধান শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন।

শিক্ষায় উচ্চতর ডিগ্রিধারী তাজ আল মিনার রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস। তিনি প্রয়াত আব্দুস সামাদের পুত্র এবং বিরল উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ উপজেলা পর্যায়ের ১৩ জন কর্মকর্তার মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!