ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মান্দায় ৩১ দফা বাস্তবায়নে কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীনের ব্যাপক গণসংযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:০৮ এএম

মান্দায় ৩১ দফা বাস্তবায়নে কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীনের  ব্যাপক গণসংযোগ

ছবি বর্তমান বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার আলোকে ‘সাম্য ও মানবিক সমাজ’ গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম এ মতীন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মান্দা উপজেলার ১০ নম্বর নূরুল্লাবাদ ইউনিয়নের বটতলী বাজার ও বারিল্যা পশ্চিমপাড়ায় এ কর্মসূচি পালন করেন তিনি।

এ সময় লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে বিএনপির দৃষ্টিভঙ্গি ও কর্মসূচি তুলে ধরেন এম এ মতীন।

তিনি বলেন,“দেশ আজ গভীর সংকটে। এই অবস্থা থেকে উত্তরণে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো একমাত্র পথনির্দেশনা। জনগণকে সম্পৃক্ত করেই আমরা এই আন্দোলন সফল করব।”

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন প্রমূখ।

নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!