ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নীলফামারী জেলা কমিটির উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান (জলঢাকা) নীলফামারী

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ১০:০১ পিএম

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নীলফামারী জেলা কমিটির উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

নীলফামারী জেলার জলঢাকায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় জলঢাকার সরকারপাড়া এলাকার চেয়ারম্যান বাড়ি অফিস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি মো. এমদাদুল হক এবং সঞ্চালনা করেন জেলা সদস্য আসাদুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আহমেদ সাইদ চৌধুরী ডিটু। তিনি তার বক্তব্যে বলেন, “গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে আইনি সহায়তা প্রদান করা এই সংগঠনের মূল লক্ষ্য। মানবাধিকার রক্ষায় প্রতিটি সদস্যকে নিরলসভাবে কাজ করতে হবে এবং নিজেদের মানবতার সেবক হিসেবে গড়ে তুলতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আসক জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ জোয়ার্দার, জেলা ধর্মবিষয়ক সম্পাদক মোশফিকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রোকনুজ্জামান শাহিনসহ জেলা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা আইনগত সহায়তার প্রয়োজনীয়তা, সমাজে মানবাধিকার লঙ্ঘনের নানা দিক এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে নতুন সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সকলকে সংগঠনের আদর্শ মেনে কাজ করার আহ্বান জানানো হয়।

এই আয়োজনের মাধ্যমে জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনগণের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বর্তমান বাংলাদেশ

Link copied!