নওগাঁর পত্নীতলায় দাবিকৃত চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার ১৮ অক্টোবর দুপুরে নজিপুর বাসষ্ট্যান্ড
মার্কেট মালিকের কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবী করে আব্দুল আল মাসুম (৩৫) নামের ওই বিএনপি নেতা। না পাওয়ায় টিনের বেড়া দিয়ে মার্কেটে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তাসলিমা জান্নাত নামে এক নারী ওই বিএনপি নেতা সহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ওঠা আব্দুল আল মাসুম নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি নজিপুর উপজেলার গেট সংলগ্ন।
তাসলিমা জান্নাতের থানায় প্রদত্ত অভিযোগ থেকে জানা গেছে, নজিপুর বাসষ্ট্যান্ড ধামইরহাট রোডে রহমান মার্কেট নামে তাদের একটি মার্কেট আছে। যার নির্মাণ কাজ
চলমান রয়েছে। শনিবার দুপুর অনুমান ১ টায় পর শহরের লোকমান হাকিমের ছেলে মো. আল মাসুম (৩৫) ও মাসুদপুর এলাকার মো. জনি (৩০) সহ আরো ৪/৫জন অজ্ঞাতনামা বিবাদীগণ হাতে লাঠি সোটা এবং টিন নিয়ে মার্কেটের সামনের গলিতে টিন দিয়ে ঘিরতে থাকে। এ সময় অভিযোগকারী তাসলিমা লোক মারফত খবর পেয়ে তৎক্ষনাৎ মার্কেটে গিয়ে বিবাদীগণকে টিন দিয়ে ঘেরার কারণ জিজ্ঞাসা করলে বিবাদীগণ তাঁর উপর ক্ষিপ্ত হইয়া
ওঠে এবং তর্কাতকি শুরু করে। তর্কাতর্কির এক পর্যায়ে ১ নং বিবাদী তাসলিমাকে বলেন এই মার্কেট চালু করতে হলে তাঁকে ৭০ লাখ টাকা চাঁদা দিতে হবে। তিনি চাঁদার টাকা দিতে রাজী না হলে বিবাদীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে চাঁদা না দিয়ে এই বিষয়ে যে কথা বলতে আসবে আমরা তাকে মারপিট করিয়া হাত-পা ভাঙ্গিয়া দিবো। এমন ভয়-ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। টিন দিয়ে মার্কেটের চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় দোকানদারদের চলাচলের অসুবিধা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অনেকেই অবগত আছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবং বিষয়টি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের করার জন্য অভিযোগকারী থানা কর্ত্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ ওঠা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আল মাসুম মুঠোফোনে বলেন, অভিযোগকারীর কাছ থেকে তিনি ঘর ভাড়ার সিকিউরিটিসহ অন্যান্য পাওনা বাবদ সাড়ে ৭৫ লাখ টাকা পান। এ বিষয়টি তাঁর পরিবারের সকলেই অবগত আছে। এটা অনেকেই জানেন এবং তাঁর কাছে ডকুমেন্ট রয়েছে। এছাড়া ইতিপূর্বে টাকা আদায়ের জন্য তিনি থানায় জিডিও করেছিলেন বলে জানান।
এদিন সন্ধ্যা ৬ টার দিকে জানতে চাইলে আল মাসুম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে মুঠোফোনে নিশ্চিত করেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুর রহমান সিরি। তিনি বলেন, তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এমপি এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না।
পত্নীতলায় থানা অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তীর কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :