ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গলে বিএনপির পৃথক দুই বিজয় র‌্যালি অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৭:৪৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গলে বিএনপির পৃথক দুই বিজয় র‌্যালি অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার। 
 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৃথক দুটি বিজয় র‌্যালির আয়োজন করে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা এবং বিকেল ৫টায় শহরের দুটি পৃথক স্থান থেকে র‌্যালিগুলো বের হয়।

সকাল ১১টার র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। বিকেল ৫টার র‌্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া।

উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। শাহী ঈদগাহ ও স্টেশন রোড এলাকা থেকে শুরু হয়ে র‌্যালিগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, "২০২৪ সালের ৫ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

তারা র‌্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!