ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা বাকলাই বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের মালবাহী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. সোহেল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল বানারিপাড়া উপজেলার নুর আকনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটি পল্লী বিদ্যুতের মাল বহন করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান।
আহতরা হলেন রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর বলাইবাড়ি এলাকার আবুল বাশারের পুত্র সোলাইমান (২২), নড়াইল জেলার মুসা মোল্লার পুত্র ইমন হোসেন (২০), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মো. রাসেলের পুত্র রোহান (১৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার গোয়ালন্দ গ্রামের শফিকুল শরীফের পুত্র হামিম (১৮) এবং নড়াইলের বগুরা গ্রামের গোলাম রসূল মোল্লার পুত্র সামিউল (২৭)।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত সোহেলের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :