ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জুড়ীতে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:৫৪ পিএম

জুড়ীতে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে

ছবি: বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারের জুড়ীতে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা। তিনি পূজাকে ঘিরে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 
১৪ সেপ্টেম্বর 
রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: আজমল হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম ভূঁইয়া।

জুড়ী থানা আয়োজিত এই মতবিনিময় সভায় জুড়ী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ জুড়ীর উপজেলার ০৬ টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। 
এ বছর উপজেলায় ৭৫টি পূজা মণ্ডপ হবে বলে সভায় জানানো হয়।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!