ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

পারিবারিক লেনদেনকে চাঁদা দাবির অভিযোগ; বিএনপির সঠিক তদন্ত দাবি

বিকাশ চন্দ্র প্রামানিক ( নওগাঁ)

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৬:৫৩ পিএম

পারিবারিক লেনদেনকে চাঁদা দাবির অভিযোগ; বিএনপির সঠিক তদন্ত দাবি

ছবি বর্তমান বাংলাদেশ

নওগাঁর পত্নীতলায় ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় করা মামলাকে উদ্দেশ্যমূলক দাবি করেন নজিপুর পৌর বিএনপির নেতাকর্মীরদ। এছাড়া  বিএনপিকে জড়ানোর বিষয়টিও ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়।

পৌর বিএনপির আয়োজনে সোমবার ২০ অক্টোবর দুপুরের দিকে পৌর শহরের সরদার পাড়া দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চাঁদা দাবির অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করা হয়। সেই সাথে সঠিক বিষয়টি উদঘাটনের দাবি জানানো হয়।

এর আগে গত শনিবার ১৮ অক্টোবর আব্দুল্লাহ আল মাসুম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাসলিমা জান্নাত নামে এক নারী থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান।

এসময় উপস্থিত পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন,  থানা বিএনপির সহ সভাপতি সামছুল আলম নবাব ও সাদেকুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং সাংগঠনিক সম্পাদক রমাজান আলী সরদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিজান বলেন, পৌর বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে সেটার সাথে বিএনপির কোনো সম্পৃক্ত নেই। এটা তাদের পারিবারিক লেনদেন। আর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারিবারিক ইস্যুকে হাতিয়ার বানানো হচ্ছে।
বিএনপি ও সাবেক এমপিকে জড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের জানামতে ব্যক্তি আল মাসুম ওই নারীর কাছ থেকে টাকা পাবে। সেই পাওনা টাকা আদায়ের জন্য থানায় ও বণিক সমিতিতে লিখিত অভিযোগ করেন আল মাসুম। তারপরও আমরা চাই আপনারা সঠিক বিষয়টি তুলে ধরেন।

পরিশেষে আমরা আবারও বলতে চাই ব্যক্তি আল মাসুম ও  তাসলিমা জান্নাতের পারিবারিক বিষয়ে বিএনপি কোনো ভাবেই জড়িত নয়।  

উল্লেখ, গত শনিবার ১৮ অক্টোবর দুপুরে নজিপুর বাসষ্ট্যান্ড মার্কেট মালিকের কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে আব্দুল্লাহ আল মাসুম (৩৫) নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাসলিমা জান্নাত নামে এক নারী ওই বিএনপি নেতা সহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ ওঠা আব্দুল্লাহ আল মাসুম নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার নজিপুর গেট সংলগ্ন এলাকায়।

বর্তমান বাংলাদেশ

Link copied!