সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, প্রয়াত জননেতা এম সাইফুর রহমানের সহধর্মিণী বেগম দূরে সামাদ রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) পারিবারিকভাবে মৌলভীবাজারের বাহারমর্দনে এম সাইফুর রহমানের বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ওলামা-মাশায়েখরা।
এসময় পরিবারের সদস্যদের পাশাপাশি জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া করেন।
এর আগে মরহুমার কবর জিয়ারত করেন তাঁর জ্যেষ্ঠ ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. বদরুল আলম, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক সৈয়দ তৌফিক আহমদ, মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি কবির আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সফিউর রহমান শফি, রাজনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মাওলানা আব্দুর রহিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :