ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সরকারি কর্মচারীর ৮ পরিবারকে ৬৪ লক্ষ টাকার চেক হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৯:৩৩ পিএম

সরকারি কর্মচারীর ৮ পরিবারকে ৬৪ লক্ষ টাকার চেক হস্তান্তর

ছবি বর্তমান বাংলাদেশ

মৌলভীবাজারে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করা ৮ জন সরকারি কর্মচারীর পরিবারের অনুকূলে মোট ৬৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২০ অক্টোবর  সোমবার এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের মৌলভীবাজারের জেলা প্রশাসন উদ্যোগে প্রতিটি পরিবারকে ৮ লক্ষ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চেকপ্রাপ্ত পরিবারের সদস্যরা হচ্ছেন করুণা ভৌমিক, স্বামী- পবিত্র কুমার সরকার, প্রাক্তন সহকারী শিক্ষক, কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ, মৌলভীবাজার। ফেরদৌসী আক্তার, স্বামী- মোঃ আবুবকর প্রধানিয়া, প্রাক্তন জারীকারক, জেলা ও দায়রা জজের কার্যালয়, মৌলভীবাজার। রুমেছা খাতুন, স্বামী- মোঃ আবু বকর সিদ্দিক, প্রাক্তন সহকারী বাবুর্চি, আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, মৌলভীবাজার। সানজিদা চৌধুরী, স্বামী- শাহীন আহমদ, প্রাক্তন ফরেস্ট গার্ড, ভাটেরা বিট, কুলাউড়া রেঞ্জ, সিলেট বন বিভাগ, সিলেট। রানুয়ারা বেগম, স্বামী- আবু সাইদ, প্রাক্তন ওয়ার্ক সুপারভাইজার, সড়ক বিভাগ, সওজ কার্যালয়, মৌলভীবাজার। মোছাঃ আনজুয়ারা বেগম, স্বামী- মোঃ আনিছুর রহমান, প্রাক্তন ল্যান্স নায়েক, অধিনায়কের কার্যালয়, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন), শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তসলিমা চৌধুরী, স্বামী- মোঃ আব্দুল হান্নান, প্রাক্তন উপাধ্যক্ষ, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ, কুলাউড়া, মৌলভীবাজার। আছমা বেগম, স্বামী- মোঃ মুহসীন মিয়া, প্রাক্তন ক্যাশিয়ার, উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার।
মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, “সরকার সর্বদা কর্মচারীদের পরিবারের পাশে আছে। তাদের অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সহায়তা প্রদান করা হচ্ছে।”

বর্তমান বাংলাদেশ

Link copied!