ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

কুলাউড়ায় আট দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৭:২৩ পিএম

কুলাউড়ায় আট দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত

ছবি বর্তমান বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় আট দফা দাবিতে পালিত হয়েছে রেলপথ অবরোধ কর্মসূচি। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় কুলাউড়া রেলস্টেশনে “রেল আন্দোলন বাস্তবায়ন কমিটি”-র উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

কুলাউড়ার বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনসহ সামাজিক সংগঠনের ব্যানারে হাজারো মানুষ এতে অংশগ্রহণ করেন। একপর্যায়ে এ কর্মসূচি ব্যাপক গণআন্দোলনের রূপ নেয়।

দুপুর ২টার দিকে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলওয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়— কুলাউড়াসহ সিলেট বিভাগের চলমান রেলসংক্রান্ত বিভিন্ন দাবি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক। স্থানীয় প্রশাসন বিষয়টি উচ্চপর্যায়ে তুলে ধরেছে। সরকার রেল যোগাযোগ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।”

রেলওয়ের কেন্দ্রীয় প্রতিনিধিদের আশ্বাসের পর আপাতত অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন— প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আগামীতে লাগাতার রেল অবরোধের কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, আট দফা দাবির মধ্যে রয়েছে—

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু,
আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজে উন্নীতকরণ,
বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু,
কুলাউড়া জংশনে আসন সংখ্যা বৃদ্ধি,
ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযোজন,
প্রতিটি ট্রেনে যাত্রী চাহিদা অনুযায়ী বগি বৃদ্ধি।
কেন্দ্রীয় আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায় এখন কুলাউড়াবাসী। আন্দোলনকারীরা জানিয়েছেন, সময়মতো প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আবারও রেলপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!