ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৫:৫২ পিএম

আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি বর্তমান বাংলাদেশ

"সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস ২০২৫ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

​শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

​র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

​তিনি তাঁর বক্তব্যে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি শক্তিশালী সামাজিক দর্শন। সমবায় সমিতিগুলো গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি সদস্যদের মধ্যে ঐক্য, সততা এবং আত্মনির্ভরশীলতার বোধ তৈরি করে।

সরকারের ভিশন অনুযায়ী, একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন, বাংলাদেশ গড়তে হলে সমবায়ের মূলনীতি ‍‍`একতাই শক্তি‍‍` কে কাজে লাগিয়ে সকল স্তরে সমবায়ী কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। সমবায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করছে।

​এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন ও মোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন,  বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আত্রাইয়ের সমবায়ী সদস্যরা ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!