নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী–৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির দাড়িপাল্লা মার্কার নির্বাচনী পথসভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে জলঢাকা শহরের বিভিন্ন মৎস্য ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত এই পথসভাটি একসময় প্রাণবন্ত জনসমাবেশে রূপ নেয়। অনুষ্ঠানটি আয়োজন করে জলঢাকা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান মাস্টার এবং পরিচালনা করেন আব্দুর রাজ্জাক রিংকু।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন,
“দাড়িপাল্লা হলো ন্যায়বিচার, সাম্য ও সম্প্রীতির প্রতীক। এ প্রতীকে ভোট দিলে দেশে সবার অধিকার নিশ্চিত হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই শান্তিতে বসবাস করবে। আমরা ধর্ম নয়, মানবতার রাজনীতি করি।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, জনগণের রায় পেলে জলঢাকার মাছ বাজারকে আধুনিক ও সুন্দর পরিবেশে গড়ে তোলা হবে এবং এই উপজেলা হবে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির মডেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য প্রফেসর ছাদের হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, জলঢাকা দ্বি-মুন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী গজেন চন্দ্র প্রমুখ।
পথসভা শেষে স্থানীয় হিন্দু ব্যবসায়ীরা দাড়িপাল্লা মার্কায় সমর্থন ঘোষণা করেন এবং মাওলানা সালাফির বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :